কর্মসূচীর নাম
|
সেবাসমূহ
|
সেবা প্রদানের স্থান/কার্যালয়
|
সেবাদান পদ্ধতি
|
সময়সীমা
|
প্রতিকারের বিধানে নিয়োজিত কর্মকর্তা
|
ছোটমণি নিবাস কার্যক্রম
|
পরিত্যক্ত, দাবিদারবিহীন, ঠিকানাবিহীন ও বিপন্ন অবস্থা থেকে উদ্ধারকৃত ০-৭ বছর পর্যন্ত শিশুদের নিন্মোক্ত সুবিধাদি প্রদান করা হয়। * সরকারি খরচে আবাসন * ভরণ-পোষণ * শিক্ষা * চিকিৎসা সেবা * খেলাধুলা * বিনোদনের ব্যবস্থাকরণ। * পুনর্বাসন |
ছোটমণি নিবাস (বেবী হোম) *আজিমপুর, ঢাকা * রৌফাবাদ, চট্টগ্রাম * গ্রেটার রোড, রাজশাহী * বাগবাড়ী, সিলেট * মহেশ্বরপাশা, খুলনা * আগৈলঝরা, বরিশাল |
১। বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত পরিত্যক্ত ও দাবিদারহীন ০-৭ বছর বয়সী শিশুদেরকে উদ্ধারের পর সংশ্লিষ্ট থানায় সাধারণ ডাইরী সাপেক্ষে কেন্দ্রে গ্রহণ, ভর্তি ও নিবন্ধনের পর তাদের লালন পালনের পূর্ণ দায়দায়িত্ব এবং অভিভাবকত্ব গ্রহণ। ২। ৭ (সাত) বছর বয়সের পর সরকারি শিশু পরিবারে স্থানান্তর। ৩। আদালতের আদেশক্রমে অজ্ঞাত, দাবিদারহীন, পরিত্যক্ত শিশুদের আইনগত অভিভাবকের নিকট হস্তান্তর। ৪। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রকৃত অভিভাবকের নিকট হস্তান্তর। ৫। মৃত্যুবরণকৃত শিশুদের ধর্মীয় বিধান মোতাবেক দাফনের ব্যবস্থা গ্রহণ। |
বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত পিতৃ-মাতৃ পরিচয়হীন/দাবিদারহীন শিশুদের বিষয়ে তথ্য প্রাপ্তির পর তাৎক্ষণিক।
|
* উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়। * জেলা প্রশাসক * পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয়। * পরিচালক (প্রতিষ্ঠান) সমাজসেবা অধিদফতর, ঢাকা। * মহাপরিচালক সমাজসেবা অধিদফতর, ঢাকা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস